সিটিজেন জার্নালিস্ট(জিমি): ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ শ্লোগান নিয়ে র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ খুলনায় পালিত হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে আজ দুপুরে খুলনা অফিসার্স ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ, খুলনা সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, দেশের সড়ক অবকাঠামোর উন্নয়নের সাথে সাথে নিরাপদ সড়ক নিশ্চিত করা জরুরি। বর্তমান সরকার সড়কের উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করেছে। ইতোমধ্যে ঢাকা, চট্রগ্রাম ও ময়মনসিংহের হাইওয়েকে চার লেনে উন্নীত করেছে। নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। এর ফলে দেশের উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হয়েছে। বিভাগীয় কমিশনার বলেন, আজকের তরুণরা আগামী দিনে দেশকে এগিয়ে নিতে নেতৃত্ব দেবে। তাই বর্তমান সরকার তরুণ সমাজের দাবি নিরাপদ সড়ক চাই বাস্তবায়নে মোটরযান আইন পাশ করেছে । তিনি আরও বলেন, রাস্তা পারাপারের সময় ফুটপাথ দিয়ে চলাচল করতে হবে এবং ফুটপাথ না থাকলে রাস্তার ডান পাশ দিয়ে হাটতে হবে। বিভাগীয় কমিশনার পরিবেশবান্ধব নিরাপদ সড়ক তৈরিতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সিভিল সার্জন এ এস এম আব্দুর রাজ্জাক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস, উপ পুলিশ কমিশনার(ট্রাফিক) মো: সাইফুল হক, কেএমপির ট্রাফিক পুলিশের এডিসি জনাব মোঃ কামরুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইউসুফ আলী, বিআরটিএ’র উপ-পরিচালক মোঃ জিয়াউর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ, জেলা ট্রাক,ট্যাংকলরী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম এবং নিরাপদ সড়ক চাই খুলনার সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব। স্বাগত জানান বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ আবুল বাসার।

অনুষ্ঠানে খুলনা জেলা শাখার উদ্যোগে পাঁচজনকে সড়ক উন্নয়নে অবদান রাখার জন্য জাহানারা কাঞ্চন স্মৃতিপদক প্রদান করা হয়। পাঁচ জনের মধ্যে খুলনা বিআরটিএ’র উপপরিচালক মোঃ জিয়াউর রহমান বাবু   কে জাহানারা কাঞ্চন স্মৃতি পদক তুলে দেন খুলনা বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ লোকমান হোসেন মিয়া। নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন