
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচন পরবর্ত্তীকালীন সময়ে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ কে উপজেলা আওয়ামীলীগের সভাপতির পক্ষ থেকে শুভ নববর্ষ-২০১৯ এর শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিমের পক্ষ থেকে আ’লীগ ও যুবলীগ নেতাকর্মীরা থানায় উপস্থিত হয়ে ওসির কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে শুভ নববর্ষের ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা রিপোর্টাস ক্লাবের আহবায়ক আব্দুস সামাদ বাচ্চু, প্রচার সম্পাদক জগদীশ সানা, যুবলীগ নেতা সাংবাদিক এসএম সাহেব আলী, আনিছুর রহমান বাবলা, নবদীপ কুমার মন্ডল সহ দলীয় নেতাকর্মীবৃন্দ।
