কলারোয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে রোববার বিকেলে কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া. চান্দুড়িয়া ও হিজলদি এবং সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি ফুলতলা ও কেঁড়াগাছি ইউনিয়নের কেঁড়াগাছি বাজারে জনগণকে উদ্বুদ্ধকরণ করা হয়েছে। সাতক্ষীরা সদর সার্কেলের এডিশনাল এসপি মেরিনা আক্তার এই উদ্বুদ্ধকরণের নেতৃত্ব দেন। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।
তবে কেউ যদি ২০১৩-১৪ সালের মতো নাশকতা ও জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকান্ড করে তাহলে তাদের কঠোর হাতে দমন করা হবে। তিনি আরও বলেন, আপনার নির্ভয়ে ভোট কেন্দ্রে যেয়ে আপনাদের সুচিন্তিত ভোটাধিকার প্রয়োগ করবেন। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী আপনাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। কলারোয়ার বিভিন্ন ইউনিয়নে এই উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান থাকছে বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার ওসি (তদন্ত) জিল্লাল হোসেন, এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই রইচ উদ্দিন, এএসআই মিজানুর রহমান, এএসআই শাহরিয়া, এএসআই রাসেল, এএসআই রবিউল ইসলাম, এএসআই গোপাল, এএসআই নুর আলি, এএসআই তারেক প্রমুখ।