যথাযোগ্য মর্যাদায় নিহত পুলিশ সদস্য আমিরুলের জানাজার নামাজ অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 344 দর্শন

 

দায়িত্ব পালনরত অবস্থায় বিএনপি নেতাকর্মীদের নির্মম হামলায় নিহত পুলিশ সদস্য মোঃ আমিরুল ইসলাম এর জানাজার নামাজ রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৯ অক্টোবর, ২০২৩) দুপুরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএএ; ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম(বার), পিপিএম; স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার); ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ; পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর একটি চৌকস পুলিশ দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন। শেষে তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর নিহতের মরদেহ ডিএমপি’র লাশবাহী ফ্রিজার ভ্যানে করে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরকাটারিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সাথে তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ছিলেন।

প্রসঙ্গত, গতকাল শনিবার বিএনপি-জামায়াতের সমাবেশ আসা মানুষের নিরাপত্তায় ভোর থেকেই বক্স কালভার্ট রোডের মাথায় দায়িত্ব পালন করছিলেন কনস্টবল আমিরুল। বিএনপি-জামায়াতের সমাবেশ থেকে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষনিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারভেজ ১৯৯০ সালের ১০ মে মানিকগঞ্জের দৌলতপুর থানার চরকাটরী গ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ সেকেন্দার আলী মোল্লা ও মাতার নাম রহিমা।

তিনি ২০১১ সালের ১৩ আগস্ট বাংলাদেশ পুলিশে কনস্টবল পদে যোগদান করেন। তিনি সর্বশেষ ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কর্মরত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন