রংপুর রেঞ্জ পুলিশের কর্তকর্তা ও সদস্যদের মধ্যে কর্মস্পৃহা এবং কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য পুরস্কৃত করা হয়েছে। এসময় ‘নো হেলমেট, নো পেট্রোল’ এর ব্যাপারে পদক্ষেপ নেয়ায় রংপুর পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। রোববার দুপুরে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) অফিসের সম্মেলন কক্ষে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যে্যর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় রংপুর রেঞ্জ এর শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কুড়িগ্রাম জেলার রৌমারী থানার এসআই মো. আকতার হোসেন, শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী কর্মকর্তা হিসেবে গাইবান্ধা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আবদুল কুদ্দুছ, শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এএসআই মো. শওকত আলম সিদ্দিকী, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট হিসেবে লালমনিরহাট ট্রাফিক, শ্রেষ্ঠ থানা হিসেবে নীলফামারী সদর থানা এবং শ্রেষ্ঠ জেলা হিসেবে পুলিশ সুপার নীলফামারী নির্বাচিত হন।
এছাড়াও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ট্রাফিক সাইন লাগানোর জন্য লালমনিরহাট পুলিশ সুপার, এসএম রশিদুল হক, ‘নো হেলমেট, নো পেট্রোল’ এর ব্যাপারে পদক্ষেপ নেয়ায় রংপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে এবং অস্ত্র উদ্ধারে দিনাজপুর জেলার বিরল থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বিশেষ পুরস্কারে পুরস্কৃত হন।
সুত্রঃপরিবর্ত্তন ডটকম।