নড়াইলে জেলা প্রশাসনের জমকালো আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।সূত্র জানায়, বুধবার (১৭ এপ্রিল/২০১৯) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সুরে তারা জাতীয় পতাকা উত্তোলন করে। এর পর প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয় ।
র্যালিটি নড়াইলের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্বে করেন আনজুমান আরা, জেলা প্রশাসক, নড়াইল। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ জমিস উদ্দিন, পিপিএম (বার)। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্কুলের ছাত্র ও শিক্ষকমন্ডলী। সভায় বিশেষ অতিথির ভাষনে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জমিস উদ্দিন, পিপিএম (বার) বলেন, ১৭ই এপ্রিল আমাদের জাতির একটি ঐতিহাসিক দিন। আমাদের আগামী প্রজন্মকে এ দিন সম্পর্কে অবগত করতে হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস সম্পর্কে আমাদের নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে। এ সময় আরো অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।