নিজস্ব প্রতিবেদকঃ
আজ ৪ ই ফেব্রুয়ারি ২০১৮ তারিখে সকাল ১১ ঘটিকায় নড়াইলে ‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮’ এর উদ্বোধন করা হয়। এবার পাসপোর্ট সপ্তাহের প্রতিপাদ্য ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’।

নড়াইলের আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালকের সভাপতিত্বে নড়াইল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব মোঃ এমদাদুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন।
সেবা প্রত্যাশীরা যাতে নির্বিঘ্নে ও দ্রুত তম সময়ে পাসপোর্ট ও ভিসা সেবা পায় তা নিশ্চিত করতে হবে বলে সভায় বক্তারা উল্লেখ করেন। পাসপোর্ট সংক্রান্ত যে কোন বিষয়ে কোন দালালের মাধ্যমে না করে পাসপোর্ট অফিসের হেল্প ডেস্কের মাধ্যমে করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বর্তমানে মেশিন রিডেবল পাসপোর্ট দেয়া হচ্ছে। অচিরেই সরকার ই-পাসপোর্ট সুবিধা আনতে যাচ্ছে। এর ফলে পাসপোর্ট সংক্রান্ত বিষয় আরও সহজে সম্পাদন করা সম্ভব হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন