♠♠♠♠
নিজস্ব প্রতিবেদকঃ
সনাতন ধর্মাবলম্বীদের মেলা পরিদর্শনে গিয়ে মুগ্ধ হলেন নড়াইল জেলা পরিদর্শনে আসা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এডমিন অ্যান্ড অপারেশনস) মোখলেসুর রহমান বিপিএম (বার)।

মঙ্গলবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টায় নড়াইলের চিত্রা নদীসংলগ্ন জমিদারদের রেখে যাওয়া বাঁধাঘাট চত্ত্বরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ইস্কন মেলা পরিদর্শনে যান তিনি। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপ-কমিটির আয়োজনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন,( পিপিএম), নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম,সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর কালিয়া সার্কেল জনাব মেহেদি হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নড়াইল জেলা গোয়েন্দা শাখার সদস্যবৃন্দ, নড়াইল জেলা বিশেষ শাখার সদস্যবৃন্দসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ইস্কন মেলার আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এডমিন অ্যান্ড অপারেশনস) মোখলেসুর রহমান বিপিএম (বার) বলেন, নড়াইল জেলায় সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত জাঁজকমকের সাথে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে বলে আমি আশাবাদী। হিন্দু-মুসলমানের মধ্যকার সম্প্রীতিতেও তিনি মুগ্ধ হয়েছেন। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধর্মীয় আচার-আচরণ পালনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে দেখে পুলিশ সুপারের নিকট সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের এ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের উচ্চ স্তরের এরূপ কর্মকর্তাকে কাছে পেয়ে নড়াইলবাসীও খুবই খুশি।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন