আলতাফ হোসেন বাবু : সমাজের অসহায়, অসুস্থ এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সাতক্ষীরার কৃতি সন্তান ও নাট্যনির্মাতা জি এম সৈকত গঠন করেন একটি অরাজনৈতিক সমাজসেবা মূলক সংগঠন “মানবতার কল্যাণ ফাউন্ডেশন”। গতকাল ছিল সংগঠনটির ১ম বর্ষ পূর্তি। কেন্দ্রীয় কমিটিসহ সারা বাংলাদেশে ৩টি বিভাগীয় শাখা, ৯টি জেলা শাখা ও ১৩টি উপজেলা শাখায় সংগঠনের সদস্যরা কেক কেটে জন্মদিন পালন করেন। গতকাল ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার)  পিপিএম (বার)  , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ঢাকা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) সেলিম রেজা, সংগঠনের উপদেষ্টা অতিরিক্ত সচিব ও ডেসকোর পরিচালক সাইফুল ইসলাম, রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বিপিএম  । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকত। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফাউন্ডেশনের মহাসচিব অভিনেত্রী অপ্সরা সুহি।

সার্বিক তত্বাবধায়নে কেন্দ্রীয় অর্থ সম্পাদক নাট্যকার ওসমান গনি বাবলা ও ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী লুৎফর রহমান রিপন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রেহানা জলি, টিভি অভিনেতা আব্দুল আজিজ, কন্ঠশিল্পি ইত্যাদি খ্যাত গায়ক আকবর, কন্ঠশিল্পি পলি সায়ন্তনী, নাট্য পরিচালক ও অভিনেতা আকাশ রঞ্জন, অভিনেত্রী আজরা জেবিন তুলি, অভিনেত্রী শ্রুতি খান, অভিনেত্রী সেজুতি ইসলামসহ অসংখ্য শিল্পী এবং ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিআইজি হাবিবুর রহমান বলেন আমি শুরু থেকে আছি এবং সবসময় ভালো কাজের সাথে যুক্ত থেকে মানবতার কল্যান ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবো। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দরা মানবতার কল্যানে কাজ করার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা জি.এম সৈকতের পাশে থেকে সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্য জেলার মত সাতক্ষীরা জেলা শাখা, তালা সদর ও আশাশুনি উপজেলা, কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নে ফাউন্ডেশনের জন্মদিন পালন করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন