মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এঁর নির্দেশে সাতক্ষীরা শহরের বিভিন্ন খাবার হোটেল ও রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল আমিন।


এসময় গাজী হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রান্না, উন্মুক্ত অবস্থায় বাশি ও পচনশীল খাবার সংরক্ষণ, রান্না ঘরের প্বার্শে উন্মুক্ত টয়লেট প্রতিস্থাপন ইত্যাদি বহুবিধ কারণে ১০০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং পরবর্তীতে মানসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য সতর্ক করা হয়।

এছাড়া রুমন বেকারি এন্ড ফুড প্রডাক্টসকে মেয়াদবিহীন ফ্লেভার উদ্রেক তরল ব্যবহার ও কর্মীদের কন্টিজেনাস ডিজিজ নেই এই মর্মে সনদ না থাকায় ৩০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং পরবর্তীতে এই ধরনের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হলে কঠোর আইনী ব্যবস্হা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি প্রদান করা হয়।
অভিযান চলাকালীন সময়ে যেসকল রেস্তোরায় পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।এসময় সাতক্ষীরা থানার সহকারী সাব-ইন্সপেক্টর শেখ সুমন হাসান ও সঙ্গীয় ফোর্স মোবাইল কোর্ট কে সর্বাত্মক সহযোগিতা করেন।        
সাতক্ষীরা জেলা প্রশাসনের সূত্র জানায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন