সিটিজেন জার্নালিস্ট(জিমি):এবার জেলা প্রশাসক হলেন পাইকগাছার শহীদ মুক্তিযোদ্ধা কন্যা যশোরের সাবেক এডিসি সাবিনা ইয়াসমিন। বর্তমানে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে উপ-সচিব হিসাবে কর্মরত রয়েছেন। উপ-সচিব থেকে সাবিনা ইয়াসমিনকে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট হিসাবে ন্যাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, সাবিনা ইয়াসমিন ১৯৭২ সালের ১ সেপ্টেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মেলেকপুরাইকাটী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ শেখ মাহাতাব উদ্দীন মনি মিয়া, মাতা সালমা বেগম। সাবিনা ইয়াসমিন প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি যশোরে অপরাজিতা যশোর নামে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে একটি প্রকল্প গ্রহণ করেন। যা সারাদেশে আলোড়ন সৃষ্টি করেন। এ প্রকল্পের স্বীকৃতি স্মরূপ তিনি জনপ্রশাসন পদক ২০১৭ পান। এর আগে তিনি খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা লাভ করেন। এছাড়াও তিনি চাকুরীর পাশাপাশি নিয়মিত সাহিত্য চর্চা করেন।