সাতক্ষীরা সদর উপজেলায় ৫ম ও ৬ষ্ঠ শ্রেনীর দুই স্কুল ছাত্রীর বাল্যবিবাহ সম্পাদনকারী কাজী কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বিঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর নিকট খবর আসে যে অমুক বাড়ির ৫ম শ্রেনীর মেয়ে টুনি(ছদ্ম নাম) কে ও অমুক এলাকার ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রী জামিলা (ছদ্ম নাম) কে কয়েক মাস আগে প্রশাসনের চোখ ফাকি দিয়ে দুই স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ সম্পাদন করেন কাজী ইসহাক সরদার।
বিষয়টি শোনা মাত্রই সদর ইউএনও দেবাশীষ চৌধুরী সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট এসএস মোস্তফা কামাল কে অবগত করলে জেলা প্রশাসকের দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর ইউএনও’র নেতৃত্বে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃমোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সোমবার দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে অভিযান চালিয়ে বাল্যবিবাহ সম্পাদককারী কাজী ইসহাক সরদার কে তার বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়।
পরে কাজী ইসহাক সরদার কে সাতক্ষীরা সদর থানায় আটক করে আনলে সেখানে ই মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী। এসময় মোবাইল কোর্টে বাল্যবিবাহ নিরোধ আইনে বাল্যবিবাহ সম্পাদনকারী কাজী ইসহাক সরদার কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ইউএনও। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,সদর থানার এসআই হাফিজুর রহমান, স্থানীর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু সহ অন্যান্য গণ্যমান্য লোকজন সেখানে উপস্থিত ছিলেন।