বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) এঁর নির্দেশনায় সারা দেশের ন্যায় বৃহম্পতিবার সকাল থেকে যশোরে গুজব বিরোধী প্রচারণা সপ্তাহ -২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,পথ সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বার যশোর পুলিশ লাইন্স থেকে একটি সচেতনতা মূলক গুজব বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের নিউ মার্কেট মোড়,কালেক্টরেট মোড়,দোয়াটানার মোড় প্রদক্ষিণ করে মোড়ে মোড়ে পথ সভার আয়োজন করে।
যশোর জেলা পুলিশ সুপার জনাব মঈনুল হক বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে র‍্যালিতে অংশ নেন যশোর জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।

পথ সভায় পুলিশ সুপার মঈনুল হক বলেন ছেলে ধরা গুজব ছড়িয়ে একটি মহল সরকার পতনের অপচেষ্টা করছে।তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে বলছে পদ্মা সেতু করতে ছোট ছোট ছেলেদের মাথা লাগবে।আমি জনগনের উদ্যেশ্যে বলছি আপনারা মন দিয়ে শোনেন পদ্মা সেতু করতে লাগে ইট,বালি,সিমেট,রড,পাথর ইত্যাদি। পদ্মা সেতু করতে মাথা লাগবে কেনো? তাহলে এখানেই প্রমানিত হয় যে বিষয়টা গুজব।


পুলিশ সুপার আরো বলেন,গুজব ছড়িয়ে নিরিহ মানুষদের কে ছেলেধরা বলে গণপিটুনি দিলে তাদের কে আইনের আওতায় আনা হবে।আমি আগেও বলেছি, এখনো বলছি কাউকে ছেলেধরা মনে হলে বা সন্দেহ হলে আপনারা পুলিশ কে খবর দিন।আপনা আইন নিজের হাতে তুলে নিয়ে মাডার কেসের আসামি হবেন না।

উক্ত কর্মসূচিতে যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম ও সুযোগ্য জেলা প্রশাসক, মোহাম্মদ শফিউল আরিফ,যশোরের অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল,ডিবি পুলিশের ইনচার্জ সহ সকল থানার ওসি অংশগ্রহন করেছেন।এছাড়াও সমাজের অনেক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ গুজব বিরোধী সচেতনতা মুলক র‍্যালিতে অংশ গ্রহণ করেন।পুলিশ সুপার জানান, গুবজ বিরোধী প্রচারণা সপ্তাহ ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলতে থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন