জাহিদ হোসেন:আগামী কাল পহেলা বৈশাখ ১৪২৬। নতুন বছরকে বরণ করে নিতে প্রত্যেকের থাকে স্বপ্রণোদিত উৎসাহ। প্রাণের উৎসবে মেতে উঠবে সমগ্র দেশ ও বাঙালী জাতি। এতিম শিশুরা যাতে এই উৎসব থেকে বঞ্চিত না হয় সেই অনুপ্রেরণা নিয়ে গতকাল শনিবার সন্ধায় হঠাৎ সাতক্ষীরা সদর ফাঁড়ির ইনচার্জ মনির হোসেনকে সাথে নিয়ে সাতক্ষীরা সরকারী শিশু সদনে ছুটে যান সাতক্ষীরা সদর সার্কেলের এডিশনাল এসপি জনাব মেরিনা আক্তার। একে একে ৩৮ জন এতিম শিশুকে পরিয়ে দেন বৈশাখের পোশাক। তাদের সাথে নিয়ে উঠান কয়েকটি ছবি। পিতা-মাতাহীন এতিম শিশুরা বর্ষবরণের পোশাক পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। বৈশাখের পোশাকে বৈশাখের আনন্দে মেতে ওঠে সমগ্র শিশু সদন। সাতক্ষীরা সদর সার্কেলের উপস্থিতিতে ক্ষণিকের জন্য হলেও এতিম শিশুরা খুঁজে পান তাদের অভিভাবককে।
উল্লেখ্য যে সাতক্ষীরা সদর সার্কেলের এডিশনাল এসপি মেরিনা আক্তার একজন মানবপ্রেমী ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডার অফিসার।তিনি জননেত্রীর দেশ গোপালগঞ্জের কৃতি সন্তান ও খুলনা বিশ্ববিদ্যালয়েরর কৃতি ছাত্র। ইতিপূর্বে তিনি সাতক্ষীরার বাঁশদহ ইউনিয়নের কামারপাসার আলোচিত মুক্তামনির পরিবারের পাসে আর্থিক সহযোগীতা নিয়ে দাড়িয়েছিলেন তিনি।এছাড়া ফেইজবুকে চিকিৎসার সাহায্যের আবেদেন দেখে থানাঘাটার শিশু ইব্রাহিমের পাসে আর্থিক সহযোগীতা নিয়ে দাঁড়িয়ে মানবসেবায় পুলিশ বাহিনীতে দৃষ্টান্ত স্থাপন করেছেন।যেটা তৎকালীন সময়ে সাতক্ষীরার লোকাল পত্রিকা সহ কয়েকটি জাতীয় দৈনিকে প্রশংসা আকারে সংবাদ প্রকাশিত হয়।