পহেলা বৈশাখ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : এসপি মনিরুল ইসলাম

দ্বারা zime
০ মন্তব্য 54 দর্শন

 

পহেলা বৈশাখ বাঙালির আবেগ ও ঐতিহ্যের অন্যতম অংশ উল্লেখ করে সাতক্ষীরায় বর্ষবরণ উৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। রবিবার (১৩ এপ্রিল) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের বৈশাখী মেলা পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, পহেলা বৈশাখ বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। এদিনকে ঘিরে পান্তা-ইলিশের আয়োজন, মেলা, গান-বাজনা ও খেলাধুলার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এতে বিপুল মানুষের সমাগম ঘটে। এই উৎসব যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি জানান, পহেলা বৈশাখ উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি থাকবে। কোথাও যেন নিরাপত্তার ঘাটতি না থাকে সেজন্য নেওয়া হয়েছে নানা রকম নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সুপার আরও বলেন, আমরা চাই, মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে। সেলক্ষ্যে আমরা কাজ করছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহীনুর চৌধুরী, ডিআইও-১ চৌধুরী রেজাউল করিম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক, জেলা ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মো. শাহাবুদ্দিন প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন