পাটকেলঘাটায় মুসলিম এইডের উদ্যোগে এতিমদের মাঝে ছাগলের মাংস বিতরণ

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 663 দর্শন

পাটকেলঘাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা’ মুসলিম এইডের উদ্যোগে গরীব, এতিম ও দুস্থ্যদের মাঝে ছাগলের মাংস বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় পাটকেলঘাটা মুসলিম এইড তালা শাখার আয়োজনে ৩৫ জন ব্যক্তির মাঝে এ মাংস বিতরণ করা হয়। মাংস বিতরন অনুষ্ঠানে সুষ্ঠুভাবে বন্টনের দায়িত্ব পালন পূর্বক উপস্থিত ছিলেন মুসলিম এইডের তালা শাখার ব্যবস্থাপক অধ্যাপক  অহিদুল ইসলাম, ফুলতলা শাখার ব্যবস্থাপক গোলাম রব্বাণী, মুস্তাফিজুর রহমান, মির্জাপুর দারুল ফালাহ মাদরাসার মুহতামিম মাওঃ আবু ঈসা, মাদরাসার শিক্ষক মাওঃ আব্দুল কুদ্দুস, মুসলিম এইডের মাঠ কর্মী মইনুল ইসলাম, আব্দুল হান্নান, রাজিব হোসেন, তামান্না ইসলাম প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন