পাঠ্যপুস্তক দিবসে সাতক্ষীরা আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব

দ্বারা zime
০ মন্তব্য 447 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ : “‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাতক্ষীরা আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেতারা আক্তার বানু, সহকারী শিক্ষক আমিনুর রহমান উল্লাস, আলামিন হোসেন, রেহেনা জেসমিন, মো. হাবিবুর রহমান, মাওলানা মো. মিজানুর রহমান, মো. জুলফিকার আলী, নিত্যানন্দ সরকার প্রমুখ। নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ। ৩শ’৫০ জন শিক্ষার্থী নতুন বছরের শুরুতে হাতে পেল নতুন বই। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় মেতে উঠলো।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন