
দেবহাটার পারুলিয়ার বড়শান্তা বাজারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারী) বড়শান্তা বাজারে ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ সরদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা বিএনপি সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী,সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক হাসান সরাফি, বিএনপি নেতা আবুতালেব মোল্ল্যা, মৎস্যজীবী দল সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, ইলিয়াস হোসেন ইদ্রিস, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ মোড়ল, মতিয়ার রহমান, সাহজাহান সানা, আব্দুস সোবহান, আব্দুস সবুর, আহসান উল্লাহ ডালিম, বেল্লাল, আব্দুল আলীম বাচা প্রমূখ। আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
