বৃহস্পতিবার সকালে খুলনা মহানগরীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়ের নেতৃত্বে দ্বিতীয় দিনের মত কঠোরভাবে বাজার মনিটরিং করা হয়। এ সময় পেঁয়াজের বাজারে চলমান অস্থিতিশীলতা দূর করতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী মহোদয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। এছাড়া বাজার মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান মহোদয়।
অভিযান চলাকালে নগরীর কদমতলা স্টেশন রোডের পাইকারি বাজারে ৩ ব্যবসায়ীকে অত্যধিক মুনাফা লাভের অপরাধে মোট এক লক্ষ বিশ হাজার (১,২০,০০০/-) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান ও দেবাশীষ বসাক। এ সময় ক্রেতা সাধারণ বাজার মনিটরিংয়ের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
পেঁয়াজ সহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হাতের নাগালে রাখতে জেলা প্রশাসন, খুলনা’র এমন অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন