আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল দুপুরে খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ:মহিদ উদ্দিন বিপিএম-বার এঁর সভাপতিত্বে রেঞ্জ অফিসের কনফারেন্স কক্ষে পুজাউদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে খুলনা রেঞ্জ ডিআইজির  মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় রেঞ্জ ডিআইজি খুলনা বিভাগের সকল জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং খুলনা, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে মতবিনিময় করেন।

খুলনা রেঞ্জর সকল জেলার পুলিশ সুপারগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের পরিবেশ বজায় রাখার জন্য সার্বিক নির্দেশনা প্রদান করেন। প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ সঠিকভাবে গোয়েন্দা নজরদারির নির্দেশনা প্রদান করেন।


সভায় আরও উপস্থিত ছিলেন  মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ),  মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট),  মোঃ আতিকুর রহমান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন