
পুলিশ নারী কল্যাণ সমিতি (পোনাক), সাতক্ষীরার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ ০৭ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাংকন রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং এসএসসি ২০২৪-২০২৫ সালে পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
![]()
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুনাক সভানেত্রী ডাঃ রোকেয়া আখতার।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, এই আয়োজনের মাধ্যমে শিশুদের দেশপ্রেম, ইতিহাস সচেতনতা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য। সৃজনশীল বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান জানানো ভবিষ্যতের পথ চলায় উৎসাহ যোগায়। পুনাক, সাতক্ষীরা ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা মোঃ মুকিত হাসান খাঁন,সহ-সভাপতি,পুনাক, সাতক্ষীরা উম্মে হানি বিনতে কবির,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাতক্ষীরা মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) মোঃ আনোয়ারুল কবীর,সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) মোঃ শফিকুল ইসলাম, ডিআইও-১, হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, সাতক্ষীরা থানা মোঃ শামিনুল হক,আরআই,পুলিশ লাইন্স, সাতক্ষীরা মোঃ মোস্তফা কামাল, আরও-০১,রিজার্ভ অফিস, সাতক্ষীরা মিরাজুল ইসলাম, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
