পুলিশের চিরায়ত নিয়মে বিদায় নিলেন গোপালগঞ্জে র এসপি আয়েশা সিদ্দিকা

দ্বারা zime
০ মন্তব্য 753 দর্শন

 

পুলিশের চিরায়ত নিয়মে ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে বিদায় নিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম।

আজ (০৫ জুলাই, ২০২৩খ্রিঃ) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স থেকে বিদায়ী পুলিশ সুপার কে বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। বিদায় উপলক্ষে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয় এবং প্যারেডে বিদায়ী পুলিশ সুপার কে গার্ড অব অনার প্রদান করা হয়।

প্যারেড শেষে বিদায়ী পুলিশ সুপারের  সন্মানে এক বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। জেলার পুলিশ ফোর্সের মাঝে অনেকে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়লে পুলিশ লাইনসের বাতাস ভারী হয়ে ওঠে। পুলিশ সুপার  এরপর ফোর্স ও অফিসারদের সাথে ফোর্স মেস-এ মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় সপরিবারে উপস্থিত ছিলেন এবং সাংবাদিক বৃন্দ ও সুধীজন উপস্থিত হন।

মধ্যাহ্নভোজ শেষে বিভিন্ন ফুল দ্বারা সুশোভিত ও সুসজ্জিত গাড়িতে সন্মানিত পুলিশ সুপার কে  বিদায় জানানো হয়। পুলিশ সদস্যরা পুলিশ সুপারকে বহণ করা সুসজ্জিত গাড়িটি রশি দিয়ে টেনে পুলিশ লাইনসের বাইরে নিয়ে আসেন। এসময় জেলা পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।সবার প্রিয় ও অভিভাবকতুল্য  পুলিশ সুপার কে  বিদায় জানানোর সময়ে বেশিরভাগ পুলিশ সদস্য অশ্রুসজল হয়ে পড়েন।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম তাঁর পরবর্তী গন্তব্যস্থল হিসেবে বিশেষ পুলিশ সুপার হিসেবে পুলিশের বিশেষ শাখা, ঢাকায় যোগদান করতে যাচ্ছেন বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে।

-প্রেস বিঞ্জপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন