পুলিশে কোন রকম ঘুষ-তদবির বা জ্যাকে পদন্নোতি দেওয়া হবেনা, পদন্নোতি হবে যোগ্যতায় : এসপি মোস্তাফিজুর রহমান।।

দ্বারা zime
০ মন্তব্য 234 দর্শন

 

 

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর পিপিএম (বার) বলেছেন পুলিশে কোন রকম ঘুষ,তদবির বা জ্যাকে পদন্নোতি দেওয়া হবেনা পদন্নোতি দেওয়া হবে যোগ্যতায়। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা/২০১৯ খ্রিঃ উপলক্ষে কনস্টেবল হতে নায়েক,কনস্টবল হতে এটিএসআই ও নায়েক হতে এএসআই(সঃ) পদে পদোন্নতি পরীক্ষার ক্যাম্পিং ও প্যারেড পরীক্ষা সম্পন্ন শেষে পুলিশ সুপার এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) উক্ত পদোন্নতি পরীক্ষা বোর্ড এর সভাপতিত্ব করেন।পদোন্নতি পরীক্ষা বোর্ডে এসময় অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার জিয়াউর রহমান,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন,ডিএসবির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সফিকুল ইসলাম, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান সহ সাতক্ষীরা জেলা পুলিশের পদন্নোতি পেতে পারেন এমন সম্ভাভ্য কনস্টেবল,এটিএসআই ও নায়েক গণ উপস্থিত ছিলেন।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন