শ্যামনগর থানা পুলিশের আয়োজনে আজ ৩০ মে সকাল ১০টায় থানা হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল জামিরুল ইসলাম ও শ্যামনগর উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এস এম আফজালুর হক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন। উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার জনগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধিগন অনুষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন। প্রধান অতিথি উপস্থিত সকলের কাছে শ্যামনগর থানা পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি জানতে চান, থানা পুলিশ কোন ধরনের দুর্নীতির সাথে জড়িত কি না। তিনি সাধারণ ডায়েরী কিংবা কোন মামলা নিতে উৎকোচ গ্রহণের বিষয় উপস্থিত সকলের কাছে সরাসরি জানতে চান। তিনি বলেন, শ্যামনগর থানা পুলিশ সাধারণ ডায়েরী কিংম্বা মামলা নিতে যদি কোন প্রকার টাকা পয়সা দাবি করে তাহলে সরাসরি জেলা পুলিশ সুপার বরাবর যোগাযোগ করার পরামর্শ দেন। তাছাড়া পুলিশ যদি কাউকে অযথা হয়রানি করে কিংবা মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করে সেটাও জেলা পুলিশ সুপারকে অবহিত করার পরামর্শ দেন। ওপেন হাউজ ডেতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির মাদক নিয়ন্ত্রণে থানা পুলিশের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন উপজেলার বিভিন্ন স্পটে মাদকের ছড়াছড়ি আজও বর্তমান। বিভিন্ন কৌশালে উপজেলা সদর সহ বিভিন্ন খানে এর বিকিকিনি অব্যাহত রয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে, পবিত্র রমজান মাসেও মাদকের ব্যবসা বা ব্যবহার বন্ধ নেই । এর ফলে যুব সমাজ আজ ধ্বংসের দার প্রান্তে। মাদকের ব্যবহার রোধে পুলিশের ভূমিকার উপর গুরুত্ব দিয়ে এর নিয়ন্ত্রণে কৌশলের আধুনিকায়নের উপর গুরুত্ব দিয়ে উপজেলা পুলিশিং কমিটির সভাপতি থানা পুলিশকে স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে দায়িত্বপালনের পরামর্শ দেন। অনুষ্ঠানে উপজেলা মাইক্রো বাস চালক সমিতির নেতৃবৃন্দ তাদের উপরে জেলা সদরের কতিপয় চাঁদাবাজদের নির্যাতনের বর্ণনা তুলে ধরে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে।
এ সময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার তাৎক্ষনিক জেলা সদর অফিসার ইনচার্জকে মোবাইলের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেন এবং দ্রুত অভিযুক্তদের সনাক্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমস্যা প্রধান অতিথি গুরুত্ব সহকারে শোনেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের বন্ধু ও সেবক শত্র“ নয়।