চলতি মাসে পুলিশ সপ্তাহ ২০২২ এ বিপিএম পদকে ভূষিত হয়েছেন সিআইডি’র ডিআইজি মো: হাবিবুর রহমান বিপিএম।স্বরাষ্ট্র মন্ত্রনালযের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-২ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে ২০২০ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ ১৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২৫ জন পুলিশ সদস্য কে রাষ্ট্রপতি র পুলিশ পদক (পিপিএম) পদক এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা সততা ও শৃংখলা মুলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন পুলিশ সদস্য কে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং ৫০ জন পুলিশ সদস্য কে রাষ্ট্রপতি র পুলিশ পদক (পিপিএম) সেবা প্রদান করা হয়।
তাঁদের মধ্যে খুলনা রেঞ্জের সাবেক সফল এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল(এডমিন এন্ড ফিন্যান্স) ও বর্তমানে সিআইডি’র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো: হাবিবুর রহমান বিপিএম ভূষিত হয়েছেন।জানাগেছে জানুয়ারি র শেষের দিকে মাননীয় প্রধানমন্ত্রী -স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান তাঁদের এই পদক পরিয়ে দেবেন।বিপিএম পদকে ভূষিত হওয়ায় আপডেট সাতক্ষীরা ডটকম পরিবারের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
প্রাসংঙ্গত: খুলনা রেঞ্জের সাবেক সফল অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ) মো: হাবিবুর রহমান বিপিএম এক জন সাদা মনের জনবান্ধব পুলিশ অফিসার ছিলেন।খুলনা রেঞ্জের দশটি জেলা থেকে জঙ্গি-মাদক ও সন্ত্রাস দমনে তাঁর বিশেষ অবদান ছিলো।পাশাপাশি মানবিক অফিসার হিসাবেও তিনি বেশ সুনাম অর্জন করেছিলেন।
– প্রেস রিলিজ।