সিটিজেন জার্নালিস্ট (জিমি): পুলিশ সপ্তাহ ও পুনাক হস্তশিল্প প্রদর্শনী ২০২০ তে সাতক্ষীরা জেলা পুলিশ নারী কল্যাণ (পুনাক) দ্বিতীয় স্থান অধিকার করায় সাতক্ষীরার পুনাক সভানেত্রী জনাব নাদিয়া আফরোজ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রাতে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেটে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী জনাব নাফিয়া আফরোজ কে অভিনন্দন জানান সাতক্ষীরা লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক পত্নী জনাব মিসেস লাভলী কামাল।
পরে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে সাতক্ষীরা পুনাক সভানেত্রী জনাব নাদিয়া আফরোজ সহ পুনাকের সকল সদস্য কে অভিনন্দন জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান ও পরিবারবর্গ, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও পরিবারবর্গ,সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ও পরিবারবর্গ,সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার)মোহাম্মদ ইলতুৎ মিশ ও পরিবারবর্গ,সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ও পরিবারবর্গ সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল সেডে এক মনোঞ্জ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়।
উক্ত সাংস্কৃতিক সন্ধায় ভারতের জি বাংলার খ্যাতনামা শিল্পী,সাতক্ষীরার শিল্পী চৈতালি মুখার্জী সহ শিশু শিল্পীরা সংঙ্গীত ও নিত্য পরিবেশন করেন।অনুষ্ঠান শুরুর আগে সাতক্ষীরা পুলিশ লাইন্স কম্পাউন্ড থেকে মুক্ত আকাশে রংবেরং এর আতসবাজি ফোটানো হয়।রাতের আকাশে আতসবাজি গুলো ফুটে তারার মেলার মত এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।