শেখ আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরায় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ‘পুলিশ সুপার কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট এর চূড়ান্ত খেলায় স্বাগতিক দল সাতক্ষীরা ৬-১ গোলে ঝিনাইদহ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।


সোমবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধের ২৮ মিনিটে সাবিনা ১ টি গোল করে সাতক্ষীরাকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ঝিনাইদহ একটি গোল করলেও সাতক্ষীরা দলের সাবিনা, মৌসুমী,মাসুরা,ফারজানা,জুথি ও লিপি একটি করে গোল দেন।
চূড়ান্ত খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সাতক্ষীরা দলের সাবিনা।


খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি  ড.খন্দকার মহিদ উদ্দিন  উদ্দিন বিপিএম (বার)   ।

এ সময় সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন      সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ প্রশাসক  ও জেলা আ’লীগ সভাপতি   মুনসুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সেক্রেটারি  আলহাজ্জ মো. নজরুল ইসলাম , পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপিএম বার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও    প্রমোটেড পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু  ,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান,জাতীয় পাটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু,   সাবেক ফিফা এলিট রেফারী তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু, ক্রিকেট আম্পিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আকতারুজ্জামান মুকুল প্রমূখ।

এছাড়া উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যার্ণাজী,জেলা মহিলা  আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর জোৎন্সা আরা, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদেকুর রহমান সাদেক, পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ দৌলা সাগর, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. সিরাজুল ইসলাম খান, ক্রিয়া সংস্থার কাজী কামরুজ্জামান,  জেলা আম্বায়ার্স এ্যাসোসিয়েশন সভাপতি মীর তাজুল ইসলাম রিপন, জেলা ফুটবল টিমের প্রশিক্ষক খন্দকার আরিফ হাসান প্রিন্স,  ইদ্রিস আলী বাবু, আলতাফ হোসেন  প্রমুখ।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন