ঈদুল আজহায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক থাকায় নিজ বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

তিনি বলেছেন, ঈদে পুলিশের বিভিন্ন ইউনিটের সকল সদস্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত চমৎকার ছিল।

আইজিপি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার বদৌলতেই দেশের মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে।

রোববার (১৮ আগস্ট) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা জানানোর সময় পুলিশ প্রধান এসব কথা বলেন।

আইজিপি পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ড.বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (অর্থ) শাহাবুদ্দিন কোরায়শী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন