কালিগঞ্জ থানার আয়োজনে ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় শারদীয় দূর্গা পূজা আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম । তিনি বলেন আমাদের দেশ সম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত।
যেখানে সকল ধর্মের মানুষ যার যার উৎসব শান্তিপূর্ন ভাবে পালন করে। বাংলাদেশ অতিথি পরায়ন দেশ। পুজার দিন গুলিতে পুজা মন্ডপ এলাকায় সার্বিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হবে। পুলিশের পাশাপাশ স্থানীয় সেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে উপজেলার ইউনিয়ন মধ্যেবর্তী স্থানে আইনশৃঙ্খলার সুবিধার্থে একটি পুলিশ ক্যাম্প করা যেতে পারে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন মতবিনিময় সভায় উপস্থিত উপজেলার ৫১টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পুজা উৎসবে থানা প্রশাসন সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী নিরবিচ্ছন্ন তৎপতা থাকবে।
তিনি আরো বলেন সম্ভাব হলে পুজা মন্ডপ এলাকাতে সিসি ক্যামেরার আওতায় আনা যেতে পারে। পুজা মন্ডপে দর্শনার্থীদের মতামতের জন্য একটি খাতা থাকবে। পাশাপাশি একটি মোবাইল থাকবে, অনাকাংঙ্খিত ঘটনা ঘটলে ৯৯৯ এর ফোন করে আইন সহায়তা পাওয়ার জন্য। পাশাপাশি মাদক জুয়া ইভটিজিং যাতে না হয় সে বিষয়ে সকলকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, রেজিষ্ট্রিশন বিহীন মটর সাইকেল বা যানবাহন রাস্তায় চালানো যাবে না। চায়ের দোকান গুলোতে কেরামবোর্ড খেলা বন্ধ রাখতে হবে।
খাদ্যদ্রব্যে ভেজার, মাছে পুষ, জুয়া, মাদকসহ কোথায় কোন অপরাধ মুলক ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে জানাতে হবে। এবং সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সনাতম ধর্মবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পুজায় সাবির্ক আইন শৃঙ্খলা সুন্দর রাখতে যা যা দরকার তার সব কিছু করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওসি তদন্ত মোঃ আজিজুর রহমান, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন,
নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, মথুরশেপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা পারভীন লাকী, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, কালিগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি সনৎ কুমার গাইন, সাধারন সম্পাদক মিলন কুমার ঘোষ, গোবিন্দকাটি পুজা মন্ডপের সভাপতি দিলিপ সরকার, নলতা দূর্গা মন্দিরের সাধারন সম্পাদক পুরঞ্জন স্বর্ণকার, ধলবাড়িয়া পুজা মন্ডপের বিশ্বজিৎ ঘোরামী, কালিগঞ্জ সদর পুজা মন্ডপের নয়ন দাশ, গোপী রঞ্জন অধিকারী প্রমুখ। মতবিনিময় সভায় ৫১টি পুজা মন্ডপের সভাপতি, সাধারন সম্পাদক, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক উপস্থিত ছিলেন।