
আমি মো. শামীম হোসেন,পিতা -আরশাদ আলী,গ্রাম শ্রীরামপুর এই মর্মে প্রতিবাদ বিঞ্জপ্তি জানাচ্ছি যে গত ১৬ মার্চ ও ১৮ মার্চ ‘সাতক্ষীরার কাগজ’ নামক অনলাইন পোর্টালসহ কয়েকটি স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় ‘সাতক্ষীরার ভোমরা সীমান্তে অপ্রতিরোধ্য মাদক কারবারিরা’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদের একাংশে প্রতিবেদকের প্রকাশিত মাদক ব্যবসায়ীদের নামের স্থলে আমার এবং বোন পাপিয়ার নাম মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। যাহা আদৌ সত্য নয়। একটি কুচক্রী স্বার্থান্বেষী মহল তাদের স্বীয় স্বার্থ চরিতার্থ করতে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাংবাদিকদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। তাছাড়া আমার এবং আমার বোনের নামে কোন মাদকের মামলাও নেই। অথচ সংবাদে উল্লেখ করা হয়েছে আমরা মাদক মামলার আসামী। এছাড়া এই সংবাদ প্রকাশের আগে কুচক্রী মহল কতৃক প্রদত্ত মিথ্যা তথ্য যাচাই না করে আমাদের কোন বক্তব্য ছাড়াই সংবাদটি প্রকাশ করেছে। এতে স্পস্ট হয় সংবাদটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।