প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃর্ক দেবহাটায় মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 263 দর্শন

 

কে এম রেজাউল করিম দেবহাটা : সারাদেশের ন্যায় সাতক্ষীরার দেবহাটা উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ১৬ জানুয়ারী, ২৩ ইং তারিখ সকাল সাড়ে ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষ্যে নতুন মসজিদ ভবনের নিচতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আর এই তিন তালা বিশিষ্ট্য মসজিদটির আয়তন ও জমির পরিমাণ ৪০ শতাংশ যার চুক্তি মূল্য এগার লক্ষ আশি হাজার পাঁচ টাকা।এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে দেবহাটার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রহিমা সুলতানা বুশরা, দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, সাতক্ষীরা গনপূর্তের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শফিউল আজম, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ইসলামী ফাউন্ডেশনের সাতক্ষীরার উপ-পরিচালক আবুল কালাম আজাদ, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলাম দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও মোহনা টিভির দেবহাটা প্রতিনিধি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম. রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে.এম রেজাউল করিম, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সকল দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন মসজিদের ইমামগন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে মোট ৫৬৪টি মডেল মসজিদ সরকার নির্মান করছে। এর আগে প্রধানমন্ত্রী ৫০টি মসজিদ উদ্বোধন করেছিলেন আর সোমবার আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন