সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের নায়েক/কনস্টেবল’দের এক সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্স এর ৮ম ব্যাচ এর শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে এক সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্স এর ৮ম ব্যাচ এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
পুলিশ সুপার এসময় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন,প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গীর পরিবর্তন সাধন করে কোন নির্দিষ্ট বিষয়ে তার যোগ্যতার উন্নতি সাধন করা। তিনি আরও বলেন এ প্রশিক্ষণ পুলিশ সদস্যদের আরও দক্ষ ও স্মার্ট করে তুলবে।এক সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ কোর্সে পুলিশের বাস্তব কর্মজীবনের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা পুলিশের চাকরির শেষ দিন পর্যন্ত কাজে লাগবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, আরআই,পুলিশ লাইন্স আব্দুল হক হাওলাদার, টিআই এডমিন শ্যামল কুমার চৌধুরী ও গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ বাবলুর রহমান প্রমুখ।