আবু বকর: প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নয়নের ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল উৎসব মুখর পরিবেশে আলোচনা ছড়ানো দ্রুতিতে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হলো প্রাথমিক শিক্ষা সপ্তাহ  ২০১৯ । সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামালের নেতৃত্বে শিক্ষার‌্যালী সদর উপজেলা চত্বর হতে শুরু হয়ে শিল্পকলায় এসে শেষ হয়।

বিপূল সংখ্যক শিক্ষক, সরকারী কর্মকর্তা, কর্মচারি, অভিভাবক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের অংশ গ্রহনে রংবেরং এর শিক্ষামুলক ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড বহন এবং শিক্ষাকে এগিয়ে নেওয়ার নানামুখি আদর্শিক বানী সমৃদ্ধ দৃষ্টিনন্দন লেখা প্লাকার্ড ছিল শিক্ষা র‌্যালীর বিশেষ আকর্ষন এবং আলোক রশ্নি, র‌্যালী শেষে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী, সাতক্ষীরা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দীন, সদর ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বাসুদেব সাহা, প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সরকার যুগান্তকারী উন্নয়ন মুখি, পদক্ষেপ গ্রহন করেছে। আজকের শিশুরা আগামী দিনের বাংলাদেশ তাই শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের বিশেষ দায়িত্বশীল হতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে হবে। পিতৃস্নেহ এবং মাতৃস্নেহ দিয়ে শিশু শিক্ষার্থীদের কে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সমাবেশে বিপুল সংখ্যক শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিল। শিক্ষা সপ্তাহের শিক্ষা র‌্যালীতে ও আলোচনা সভায় অংশ গ্রহনকারী প্রধান অতিথি,অন্যান্য অতিথি, শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন