বাংলাদেশ পুলিশ প্লাটিনাম চেস ক্লাব প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ ২০১৯ এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রিমিয়ার ডিভিশনে প্রথমবার অংশগ্রহণ করেই বাংলাদেশ পুলিশ ক্লাব শিরোপা জিতেছে। খেলায় বাংলাদেশ পুলিশ দলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল সাইফ স্পোর্টি ক্লাব। বাংলাদেশ দাবা ফেডারেশনে আজ মঙ্গলবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দাবা লীগে ১২টি দল অংশ নেয়। পুলিশ ক্লাব দল একে একে ১১টি ক্লাবকে হারিয়ে সর্বোচ্চ ২২ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
এ প্রতিযোগিতা গত ৭ ডিসেম্বর শনিবার শুরু হয়।১১ রাউন্ড সুইস পদ্ধতিতে পরিচালিত এ লীগে সাইফ স্পোটিং ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, বাংলাদেশ নৌ বাহিনী, তিতাস ক্লাব, জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ বিমান, শেখ রাসেল চেস ক্লাব, এক্সেস চেস ক্লাব, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার, সোনালী ব্যাংক স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব এবং সোনারগাঁও চেস ক্লাব অংশগ্রহণ করে।
বাংলাদেশ পুলিশ প্লাটিনাম চেস ক্লাবের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম।
বাংলাদেশ পুলিশের পক্ষে দেশের বর্তমান ন্যাশনাল পুরুষ ও নারী দাবা চ্যাম্পিয়ন গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, রাণী হামিদ, মোহাম্মদ ফাহাদ রহমান ও মোহাম্মদ আব্দুল মালেকসহ ৪ জন এবং জর্জিয়ার ২ জন গ্রান্ড মাস্টার সহ মোট ৬ জন দেশী-বিদেশী খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করেন।