প্রেস বিজ্ঞপ্তি – তিনি আপডেট সাতক্ষীরা পরিবারের কেউ নন

দ্বারা zime
০ মন্তব্য 639 দর্শন

 

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মুনজিতপুর নিবাসী মো: মুজিবুর রহমান ওরফে মুজিবার, পিতা মৃত: এরশাদ আলী সরদার, বয়স-৪৪, তিনি আপডেট সাতক্ষীরা পরিবারের কোন সদস্য নন।

আপডেট সাতক্ষীরা র সম্পাদক সাহেবের কাছে একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেছেন তিনি নাকি আপডেট সাতক্ষীরার সম্পাদক জিমি সাহেবের বন্ধু ও জিমির সাহেবের সেল্টারে শহরে দাপিয়ে বেড়ান তিনি।

আপডেট সাতক্ষীরার সম্পাদক এবিষয়ে স্পষ্ট ভাবে জানিয়েছেন মুজিবুর রহমান নামে তিনি কাউকে চেনেন না।তিনি বলেন সম্পাদক জিমি সাহেবের নাম ভাঙ্গিয়ে সে যদি কোন রকম অপকর্ম করেন বা কোন প্রতিষ্ঠানে অবৈধ সুযোগ সুবিধা নিতে যান অথবা  রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে থাকেন, তাহলে সাথে সাথে আপনারা 01711-281963  নাম্বারে  ফোন দিয়ে আমাদের কে অবগত করবেন নতুবা থানা পুলিশে তাকে হস্তান্তর করবেন।

– প্রেস বিজ্ঞপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন