প্লাজমা প্রদানকারী পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করলেন না’গঞ্জ এসপি মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম(বার)।

করোনার শেষ চিকিৎসা হিসেবে প্লাজমাকে বেঁছে নিয়েছেন চিকিৎসকগণ। অনেক মুমূর্ষু রোগী সুস্থ্য হয়েছেন প্লাজমা নিয়ে। তবে প্লাজমা পাওয়া ছিল এসব রোগীদের জন্য দূরূহ। নারায়ণগঞ্জ জেলা করোনার হটস্পট হওয়ায় এ জেলার মোট ২২৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়। সঠিক চিকিৎসা ও পরিচর্যার ফলে তারা দ্রুত সুস্থ্য হয়ে ওঠে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার  মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) এঁর পরিকল্পনায় সুস্থ্য হয়ে ওঠা পুলিশ সদস্যদের নিয়ে গঠন করা হয় প্লাজমা ব্যাংক। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদেরকে প্লাজমা প্রদান করেন। তাদের এ মানবিক কাজের জন্য আজ ১৬ আগস্ট নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কল্যাণ সভায় নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন