স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না, তবে মুখোশ হাতে রাখা যাবে। সারা দেশের নববর্ষের অনুষ্ঠান নিরাপদ ও আনন্দময় করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার দুপুরে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘রোজায় দ্রব্যমূল্য বাড়াবেন না’ ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
আসাদুজ্জামান খান কামাল বলেন, ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডির রবীন্দ্রসরোবর এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। নিরাপদে চলাচলের জন্য ঢাকায় বিশেষ ট্রাফিক প্ল্যান করা হবে। শোভাযাত্রা শুরু হওয়ার পর আর কেউ ঢুকতে পারবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুষ্ঠানে ভূভূজেলা বাঁশি বাজানো যাবে না। পহেলা বৈশাখের অনুষ্ঠানে বিকাল ৫টার পর কেউ প্রবেশ করতে পারবেন না। ৬টার মধ্যে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে। অনুষ্ঠানের আগের দিন ১৩ এপ্রিল বিশেষ স্টিকারযুক্ত গাড়ি ব্যতিত ঢাবি ক্যাম্পাসে চলতে পারবে না।
আসাদুজ্জামান খান কামাল বলেন, কূটনৈতিক এলাকা বিশেষ নজর দারিতে থাকবে। রাজধানীর হাতিরঝিল, রমনা পার্ক, গুলশান লেক, ধানমন্ডি লেকের মতো জনবহুল এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল থাকবে। অগ্নিনির্বাপক যন্ত্রপাতি থাকবে।
মন্ত্রী বলেন, ইভটিজিং করা যাবে না। এ বিষয়টি দেখার জন্য সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা থাকবেন। মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে। ফেসবুক, টুইটারের যেন কেউ অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে মনিটর্রিং করা হবে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন পুলিশের আইজি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাবের ডিজি বেনজীর আহমেদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম গোলাম রাব্বানী ও বিভিন্ন গোয়েন্ট সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা।