মুজিব বর্ষ উপলক্ষে ও সাতক্ষীরা কেন্দ্রীয় লাইব্রেরীর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত বই মেলায় পুলিশ নারী কল্যাণ (পুনাক) সাতক্ষীরার বইয়ের স্টল পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষা গুরু জনাব আ আ ম স আরেফিন সিদ্দিক।পরিদর্শন কালে এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ বরি,সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল,সাতক্ষীরা জেলা পুলিশ পুলিশ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) প্রমুখ।

প্রাসংঙ্গত :

শনিবার (১৬ নভেম্বর) সকাল ০৯টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা প্রশাসন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে ৮দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিকে আধুনিকায়ন করতে হবে। উন্নত দেশের মানুষ এখন অনলাইনে বই পড়ে। অতীত ভুলে গেলে চলবেনা। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ৩০ লক্ষ শহীদ ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং অনেক ত্যাগের বিনিময়ে আমরা এ দেশে পেয়েছি। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের সব কিছু আছে। তাই অনিয়ন-দুর্নীতি প্রতিরোধ করে সততা ও স্বচ্ছতার সাথে কাজ করলে দেশ আরো এগিয়ে যাবে। আজকের এই নতুন প্রজন্মকে আগামীর জন্য তৈরী করতে হবে। বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা একটি অন্যতম জেলা। এ জেলা সর্বক্ষেত্রে এগিয়ে এবং বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা একটি অহংকার করার মত জেলা।’

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালের সাবেক উপচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।


সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় (উন্নয়ন ও পরিকল্পনা) অতিরিক্ত সচিব আবদুল মান্নান ইলিয়াস, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় (সংসদ ও আইন) যুগ্ম সচিব মো. শওকত আলী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ,সাবেক মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সাবেক পৌর মেয়র আব্দুল জলিল, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় জাতীয় গ্রন্থকেন্দ্র’র পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দিন আইয়ুব প্রমুখ। র‌্যালি শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও লাইব্রেরির পতাকা উত্তোলন করা হয় এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে মুজিব বর্ষ ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে ৮দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু, লায়লা পারভীন সেঁজুতি, বরুণ ব্যাণার্জীসহ আজীবন ও সাধারণ সদস্যরা, বইপ্রেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন