জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা আজ (রবিবার) সকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় দিবসটি পালন উপলক্ষে ১৭ মার্চ প্রত্যুষে তোপধ্বনি ও সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি সহকারে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত হয়। এছাড়া ঐ দিন সকল বেসামরিক বাহিনী, বীরমুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য প্যারেড এবং বিকালে নগরীর শহিদ হাদিস পার্কে বড় পর্দায় জাতীয় অনুষ্ঠান প্রদর্শন এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রমাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদ্জ্জুামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন