মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ প্রকাশনা ‘বাতিঘর’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন,‘মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার। এটি বাস্তবে রুপ নিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় সোনার মানুষ তৈরী হবে। পুলিশের কর্মকান্ড সঠিকভাবে প্রতিফলন হলে দেশ ও জাতি পাল্টে যাবে। পুলিশ জনগণের বন্ধু। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ প্রকাশনা ‘বাতিঘর’ বইয়ে বঙ্গবন্ধুর অনেক মূল্যবান ও ঐতিহাসিক ছবি স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর কর্মকান্ডের ইতিহাস অতি অল্প সময়ে বলে শেষ করা যাবেনা। করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সম্বলিতভাবে কাজ করার আহবান জানান এমপি রবি।’
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ পাউন্ডের কেক কাটেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক হাত ধোয়া কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল মির্জা সালাহ্উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার সার্কেল ) জিয়াউর রহমান,সিনিয়র সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) হুমায়ুন কবির, সহকারি পুলিশ সুপার ডিএসবি সাইফুল ইসলাম, জেলা পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, আরও ওয়া,, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, ডিবির ওসি মহিদুল ইসলাম, সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ।