বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তির পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দ্বারা zime
০ মন্তব্য 151 দর্শন

 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তির পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল­াহ আল হাদী, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতি: জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন, অতি: পুলিশ সুপার ডিএসবি মো: আতিকুল ইসলাম, কৃষি স¤প্রসারন অধিদপ্তরের ডিডি মো: সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার, সংঙ্গীত শিল্পী আবু আফফান রোজ বাবু  সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডাক টিকিটের উন্মোচন করেন। পরে জেলা পর্যায়ে ডাক টিকিট উন্মোচন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন