জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (রবিবার) বিকেলে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার।

প্রধান অতিথি বলেন, ফুটবল ও ক্রিকেট খেলায় আমাদের ছেলেরা ভাল করছে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় বেশি মনোযোগ দিতে হবে। খেলাধুলার মাধ্যমে একটি দেশকে বিশ্বের কাছে পরিচিত করে তুলতে পারে। ক্রীড়া ক্ষেত্রে শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে সুনাম অর্জন করছে। এই খেলা থেকে ভাল ক্রীড়াবিদ তৈরি হবে বলে তিনি আশা করেন। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই।

পরে প্রধান অতিথি বিজয়ী দল ও রানার আপ দলের মাঝে ট্রফি প্রদান করেন।

ফাইনাল খেলায় ঝিনাইদহ জেলা দলকে দুই শূন্য গোলে হারিয়ে খুলনা জেলা দল চ্যাম্পিয়ান অর্জন করেন।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন