১৫ই আগস্ট ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুক থেকে রক্ত গোলাপের মত ঝরেছিল রক্ত, ইতিহাসের রক্তাক্ত সেই দিন আজ ; জাতীয় শোক দিবস। এই দিবসে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে শ্রাবণের অন্তিম দিনে অবিরাম বর্ষন কে উপেক্ষা করে বিচার বিভাগ, সাতক্ষীরা এর উদ্যোগে আয়োজিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিজ্ঞ বিচারকবৃন্দ, সরকারী আইনজীবী, সব রাজনৈতিক মত ও মতাদর্শের বিজ্ঞ আইনজীবী, আইনজীবী সহকারী এবং বিচার বিভাগে কর্মরত সকল কর্মচারীবৃন্দের উপস্থিতিতে অত্র আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ানুজ্জামান, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তোজ্জামেল হোসেন তোজাম, জিপি সরকার যামিনী কান্ত, পিপি তপন কুমার দাশ, বিজ্ঞ পিপি (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) জহুরুল হায়দার বাবু, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন অনুষ্ঠানের সভাপতি জেলা ও দায়রা জজ মহোদয়সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ। মাননীয় জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “জাতির জনক বাঙালির সাহসের নাম, বঙ্গবন্ধু একটি সম্মানের নাম এবং শেখ মুজিবুর রহমান একটি আদর্শের নাম”। এছাড়া তিনি বঙ্গবন্ধুকে স্বপ্নের সারথি উল্লেখ করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে একযোগে কাজ করার উদাত্ত আহবান জানান। জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটিতে সব ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের সরব উপস্থিতি ও প্রাণবন্ত আলোচনা প্রমাণ করে জাতি ও মতাদর্শ নির্বিশেষে বঙ্গবন্ধু সবার প্রেরণার উৎস।অত্যন্ত গোছানো ও গাম্ভীর্যপূর্ণ এই আয়োজন স্থানীয় ক্যাবল নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।
-Daily Satkhira