♠♠♠
বিশেষ প্রতিনিধিঃ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১ লাখ ৭ হাজার ৩শ’ ৫৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাদিক আবদুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ১শ’ ৩৫ ভোট। সোমবার রাত ১২টা ৫ মিনিটে রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান এই বেসরকারী ফলাফল ঘোষণা করেন।
এছাড়া মেয়র প্রার্থী ইসলামী আন্দোলনের
মাওলানা ওবাইদুর রহমান মাহবুব ৬ হাজার ৪শ’ ২৩
ভোট, বাসদের ডা. মনিষা চক্রবর্তী ১ হাজার ৯শ’
১৭ ভোট, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস
৬৯৬ ভোট, কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট একে
আজাদ ২শ’ ৪৪ এবং স্বতন্ত্র (জাপা বিদ্রোহী)
প্রার্থী বশির আহম্মেদ ঝুনু পেয়েছেন ৮১ ভোট ।
বরিশাল সিটি করপোরেশনে মোট ২ লাখ ৪২
হাজার ১ শ’ ৬৬ জন ভোটারের মধ্যে সোমবার ১
লাখ ২৯ হাজার ৮শ’ ৪৯জন তাদের ভোটাধিকার
প্রয়োগ করেন। এর মধ্যে নানা কারনে ৩
হাজার ৪শ’ ৫১টি ভোট বাতিল করেন
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় । প্রদত্ত মোট
ভোটের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৩শ’ । ভোট
প্রদানের হার ছিলো ৫৫ ভাগ ।
পূর্ববর্তী পোস্ট