বরিশাল সিটির নির্বাচন উপলক্ষে সাংবাদিকবৃন্দের সাথে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 251 দর্শন

 

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে সাংবাদিকবৃন্দের সাথে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ জুন ২০২৩ খ্রিঃ সকাল ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বরিশাল মেট্রোপলিশন পুলিশ কমিশনার  মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার এঁর  সাথে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ কমিশনার  আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

মতবিনিময় কালে গণমাধ্যমকর্মীরা বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনারের নিকট তাদের মতামত তুলে ধরেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন)  আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর)  মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস)  মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত,পিপিএম-বার সহ বরিশালের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন