♣♣♣♣
স্টাফ রিপোর্টার ঃ আমরা গভীর দু:খের সাথে জানাচ্ছি যে, বর্ষীয়ান রাজনীতিবিদ, খুলনার গণমানুষের প্রিয় নেতা, জাতীয় সংসদের সাবেক হুইপ এবং খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা রশিদী সুজা এমপি আর নেই। গতকাল বৃহস্পতিবার তিনি বাংলাদেশ সময় রাত ১২টা ৫ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর স্ত্রী, এক ছেলে ও দু’মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছে। মৃত্যুকালে তাঁর স্ত্রী খোদেজা রশিদী এবং ছোট মেয়ে তুর্কি পাশে ছিলেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এস.এম মোস্তফা রশিদী সুজা দীর্ঘদিন কিডনী রোগে ভুগছিলেন। সম্প্রতি শ্রমিক লীগ নেতা আলম হাওলাদারের দেয়া কিডনী প্রতিস্থাপনের পর সুস্থ হয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসেন এই জনপ্রিয় রাজনীতিক। এরপর তাকে খুলনার শহীদ হাদিস পার্কে গণসংবর্ধনা দেয়া হয়। সম্প্রতি তিনি আবারো অসুস্থ হলে পুনরায় সিঙ্গাপুরে নেয়া হয়। গত ২/৩দিন ধরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। সর্বশেষ গতরাতে তাঁর মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
তাঁর শারীরিক অসুস্থতার খবর পেয়ে একমাত্র ছেলে এস.এম খালেদীন রশিদী সুকর্ন সিঙ্গাপুরে যাবার উদ্দেশ্যে গতকালই রাতে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু পথিমধ্যেই পিতার মৃত্যুর খবর পান। আজ শুক্রবার সকাল ৮টায় তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। সেখান থেকে কবে নাগাদ লাশ দেশে আসবে সেটি সুকর্ন সিঙ্গাপুরে যাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
এস.এম মোস্তফা রশিদী সুজা ১৯৯১ সালে খুলনা-৪ আসন থেকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি একই আসন থেকে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ছাত্র ইউনিয়নের রাজনীতির মধ্য দিয়েই তার রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরে তিনি খুলনা পৌরসভার কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া আমৃত্য তিনি আবাহনী ক্রীড়া চক্র ও খুলনা নাট্য নিকেতনের সভাপতিসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
শোক ঃ এসএম মোস্তফা রশিদী সুজার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও কেসিসির নবনির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন, আ’লীগের কেন্দ্রীয় সদস্য এস.এম কামাল হোসেন, নগর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, বাগেরহাট জেলা আ’লীগের সভাপতি ডা: মোজাম্মেল হোসেন এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, খুলনা মহানগরীর পাঁচ থানা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এ্যাড. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, একেএম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, মনিরুল ইসলাম বাশার, ফকির সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, শহীদুল ইসলাম বন্দ ও আনিসুর রহমান।
অনুরূপ বিবৃতি দিয়েছেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মন্ডলীর সভাপতি বেগম ফেরদৌসী আলী, সম্পাদক মোহাম্মদ আলী সনি, নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, বার্তা সম্পাদক অরুন সাহা, চীফ রিপোর্টার অমিয় কান্তি পাল, মফস্বল সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনীসহ পূর্বাঞ্চল-ট্রিবিউন পরিবারের সকল সদস্যবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট