মাহফিজুল আককাস: বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ সবার প্রিয় সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের জ্যোষ্ঠ পুত্র সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডেরর রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে কয়েক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। তিনি বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্না—রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। সৈয়দ আশরাফুল ইসলাম ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে এমপি রবি বলেন, আমি খুবই মর্মাহত ও গভীরভাবে শোকাহত। সৈয়দ আশরাফুল ইসলাম আমার ঘনিষ্ঠ আত্মীয়। আমরা দু’জন এক সাথে ছাত্র রাজনীতি করেছি। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের একজন পরীক্ষিত নিবেদিত প্রাণ ও বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। হাসপাতালে থেকেই তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ আওয়ামীলীগ একজন দক্ষ কর্মীকে হারাল। রাজনৈতিক অঙ্গণে তার এ ক্ষতি কখনও পুরণ হওয়ার নয়। এদিকে, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ সবার প্রিয় সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন