সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন নওয়াপাড়া গ্রামস্থ এলাকা থেকে অভিযান চালিয়ে ১০১(একশত এক) বোতল ফেন্সিডিল সহ ০১(এক) জন গ্রেফতার করেছে র্যাব-৬ (সিপিসি-১) ক্যাম্প।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান গত ০৮ ডিসেম্বর ২০১৯ তারিখ আনুমানিক ২২.৩০ ঘটিকার সময় এএসপি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন নওয়াপাড়া গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রির করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন নওয়াপাড়া গ্রামস্থ জনৈক ইসমাইল গাঁজী এর বসত বাড়ীর অনুমান ১০০ গজ পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তার উপর পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পাইয়া কতিপয় ব্যক্তি দৌঁড়াইয়া পালানোর চেষ্টা করিলে সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ আবু রায়হান গাজী(১৮), পিতা- আলাউদ্দিন গাজী, সাং- খানজিয়া (নওয়াপাড়া), থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে ১। ফেন্সিডিল- ১০১ বোতল, ২। গাঁজা- ৯৫০ গ্রাম, ৩। মোবাইল ফোন- ০২ টি, ৪। সীম কার্ড- ০৩টি, ৫। নগদ টাকা- ১৮৫০/- টাকা সহ গ্রেফতার করিতে সক্ষম হয় এবং অপর আসামী ১। মোঃ মোনায়েম বিল্লাহ ওরফে বাবু(২০), পিতা- ছালেমুল হক, সাং- নওয়াপাড়া ০৯নং ওয়ার্ড, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আরো জানান জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।