নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটে মতবিনিময় সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. হাবিবে মিল্লাত এমপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবন বাজী রেখে কাজ করছেন সেখানে আমাদেরকে এক ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. হাবিবে মিল্লাত এমপি’র রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট অফিসে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. হাবিবে মিল্লাত এমপি। এসময় তিনি বলেন, পৃথিবীর ভিতরে বাংলাদেশ ৪০ ভাগ দুর্যোগ প্রবণ দেশ। রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানবতার প্রতিষ্ঠান। রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সেই সাথে বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজী রেখে কাজ করছেন সেখানে আমাদেরকে এক ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটকে আরো গতিশীল করতে তার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। এই ইউনিটের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হলে সকলের অংশগ্রহনে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করা হবে। এসময় তিনি সাতক্ষীরা জেলার বিভিন্ন দুর্যোগ ও ঝুকিপুর্ণ এলাকার খোজ-খবর নেন।

মতবিনিময় কালে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী শেখ নুরুল হক, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নির্বাচিত সদস্য জ্যোৎস্না আরা প্রমুখ। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. হাবিবে মিল্লাত এমপি’র আগমনে জেলা আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ও রেড ক্রিসেন্ট যুব ইউনিটসহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগি সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, জেলা শ্রমিক লীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, যুব ইউনিট প্রধান আরিফুর রহমান জেম্সসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নেতৃবৃন্দ ও সদস্যরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন