শেখ আরিফুল ইসলাম আশা:২৬ অক্টোবর ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে লক্ষীদাড়ী কাঁচা রাস্তার নিচে অভিযান পরিচালনা করে নগদ ৩ লক্ষ ৮০ হাজার হুন্ডির টাকাসহ মো. রবিউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক রবিউল ইসলাম কালিগঞ্জের চৌবাড়িয়া গ্রামের জিয়ার আলী সরদারের ছেলে। এছাড়াও আটককৃত আসামীর নিকট হতে ৮০০ টাকা মূল্যের ২টি সিলভারের ভাতের বল, ৩৬০ টাকা মূল্যের৩টি তরকারীর পাতিল, ৭৫০ টাকা মূল্যের ৩টি চিলন্সি এবং ৩০০ টাকা মূল্যের ১টি টিফিন বাটি উদ্ধার করা হয়। আটককৃত হুন্ডির টাকা এবং মালামালের সর্বমোট মূল্য তিন লক্ষ বিরাশি হাজার দুইশত দশ টাকা। আটককৃত আসামীকে হুন্ডির টাকা ও মালামালসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
একই দিন ভোমরা বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃতে লক্ষীদাড়ী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নগদ ৪ লক্ষ হুন্ডির টাকাসহ লক্ষীদাড়ি গ্রামের ইসহাক আলী গাজীর ছেলে মো. রাজু ইসলাম (২০) কে আটক করেন বিজিবি সদস্যরা। এছাড়াও, আটককৃত আসামীর নিকট হতে এক লক্ষ টাকা মূল্যের ১টি ব্যবহৃত হিরো মোটরসাইকেল (১০০ সিসি) উদ্ধার করা হয়।
একইদিন ভোমরা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. মহসিন আলীর নেতৃত্বে লক্ষীদাড়ী উত্তরপাড়া পাঁকা রাস্তার উপর থেকে ৮০০ টাকা মূল্যের ২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৩ হাজার টাকা মূল্যের ১টি বাইসাইকেলসহ লক্ষীদাড়ী উত্তর পাড়ার আব্দুল গাজীর ছেলে মো. রেজাউল (২৮)কে আটক করেন বিজিবি সদস্যরা। আটককৃত আসামীকে ফেন্সিডিল ও বাইসাইকেলসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন